১১ মে ২০২০ সোমবার, ১২:১৮ পিএম
সময় নারায়ণগঞ্জ
আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে রোববার বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক কৃষকের ধান কেটে দিলেন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ লতিফ ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের জিএস আয়ুবুর রহমানের নেতৃত্বে উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগসহ শেখ রাসেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধান কাটায় অংশ নেন আড়াইহাজার উপজেলা শেখ রাসেলের সহ-সভাপতি শাহিন আলম, উচিৎপুরা ইউনিয়ন শেখ রাসেলের সভাপতি রাহুল আহমেদ, উচিৎপুরা ইউনিয়ন শেখ রাসেলের সাধারণ সম্পাদক হিমেল আহমেদ, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেলের সভাপতি সভাপতি সিয়াম আহমেদ, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেলের সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ। লতিফ বলেন, জাঙ্গালিয়া এলাকার আলী আহাম্মদ নামে এক কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা। আমি ও জিএস আয়ুবুর রহমানের নেতৃত্বে উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগসহ শেখ রাসেল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।