২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার, ০৩:০২ পিএম
সময় নারায়ণগঞ্জ
আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জীবাণু নাশক টানেল (Disinfection Tunnel) বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বীর প্রতীকের উদ্যোগে গাজীগ্রুপের পক্ষ থেকে সয়ংক্রীয় টানেল বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা টানেলটি গ্রহণ করেন। উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ চর্চ্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খাঁন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমীন, ডা. শান্তা ত্রিবেদী, ডা. উত্তম কুমার দাশ গুপ্ত ও ডা. মনিরুজ্জামান প্রমুখ। ডা. ইভা বলেন, করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে জীবাণু নাশক আবশ্যক। আমাদের সব সময় সুরক্ষা থাকতে হবে। চিকিৎসকদের সুরক্ষায় টানেলটি বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন চিকিৎসা নিতে আসেন। তাদেরও জীবাণু মুক্ত করা যাবে। মুন্না খান বলেন, মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বীর প্রতীকের উদ্যোগে গাজীগ্রæপের পক্ষ থেকে সয়ংক্রীয় এই টানেল বিতরণ করা হয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিতরণ করা হয়েছে। এটি একটি সয়ংক্রীয় জীবাণু নাশক টানেল। এর কাজ হচ্ছে সয়ংক্রীয়ভাবে জীবাণু নাশক ম্প্রে করে আগত ব্যক্তিকে জীবাণু মুক্ত করে দেবে।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।