১১ মে ২০২০ সোমবার, ০১:৪৫ পিএম
সময় নারায়ণগঞ্জ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২০৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১ হাজার ৭৫৬ জন পুলিশ করোনায় আক্রান্ত হলেন।
সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
সেখানে বলা হয়, শুরু থকে এ পর্যন্ত ১ হাজার ৭৫৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৪ হাজার ৮০৩ জন পুলিশ। আইসলোশনে আছেন ১ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ১৬৫ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সাত পুলিশ সদস্য মারা গেছেন।
এর আগে রোববার (১০ মে) জানানো হয়, ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ওই দিন মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৪৯।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।