০২ মার্চ ২০২০ সোমবার, ০৭:৪৪ পিএম
সময় নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার : ফতুল্লার কাশিপুরের যুবলীগ নেতা শাহিন আলম সহ ৫ জন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল গভীর শোক প্রকাশ সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
সোমবার (২ মার্চ) দুপুরে সাইফউল্লাহ বাদল এক বিবৃতিতে শাহিন আলমসহ সকলের অকাশ মৃত্যুতে এ শোক প্রকাশ করেন।
এদিকে সাইফউল্লাহ বাদল শোকবার্তায় বলেন, শাহিন আলম যুবলীগের সক্রীয় এবং নিবেদীত কর্মী ছিলো। সে সব সময় নেতাকর্মীদের সম্মান দিয়ে কথা বলতো। শাহিন ওয়ার্ড যুবলীগের নেতা হলেও পুরো কাশিপুর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম করতো। আর গোপালগঞ্জে প্রাইভেট দূর্ঘটনায় শাহিন আলমসহ তার সাথে আরো ৪ জন নিহতের ঘটনায় ফতুল্লা থানা আওয়ামীলীগ গভীর ভাবে শোকাহত। আমরা নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা সহ তাদের শোকার্ত পরিবারের সববেদনা জানান।
প্রসঙ্গত রোববার বিকেলে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকা ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জেরমুকসুদপুর উপজেলার দিগনগরে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে যুবলীগ নেতা শাহিন আলম সহ ৫ জন নিহত হয়েছে।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।