১৪ মে ২০২০ বৃহস্পতিবার, ১২:২৯ পিএম
সময় নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতিতে সব শ্রেণী পেশার মানুষ যখন দিশাহারা ঠিক তখনই সমাজের বিশেষ একটি শ্রেণী পেশার মানুষ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের পাশে দাঁড়ালেন সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউসুফ দেওয়ান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকার সার্বিক নির্দেশনায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউসুফ দেওয়ানের উদ্যোগে অত্র ইউনিয়নের ৬৫ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের পরিবারকে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
চেয়ারম্যান ইউসুফ দেওয়ান বলেন, কঠিন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় সমাজের কিছু শ্রেণীর মানুষ আছে কোথাও যেতে বা কাউকে বলতে পারে না। তাদের মধ্যে ইমাম ও মুয়াজ্জিন অন্যতম। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমার এলাকায় আমি তাদের পাশে থাকার জন্য সামান্য এগিয়ে এসেছি।
এসময় ইফতার সামগ্রী সারাদিন বিভিন্ন মসজিদে পৌঁছে দেয়ার কাজ করেন নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাকিব হাসান জয়।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।