২২ এপ্রিল ২০২০ বুধবার, ০১:০৮ পিএম
সময় নারায়ণগঞ্জ
কোভিড-১৯ বা করোনা নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে চীনের বিরুদ্ধে মামলা করছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য। বিশ্বের সকল দেশের সাথে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে চীনের বিরুদ্ধে।
এই মামলায় বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি, মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে তার রাজ্যে সে জন্য ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। মিসৌরির কর্মকর্তারা এই মামলাকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, মিসৌরির করা এমন আইনী ব্যবস্থায় চীনের সামনে তেমন উল্লেখযোগ্য বাধা সৃষ্টি হবে না। কারণ, এমন মামলায় বিদেশী সরকারগুলোকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের আইন। ওদিকে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা বার বারই শক্তভাবে প্রত্যাখ্যান করছে চীন।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।