২৫ আগস্ট ২০১৯ রবিবার, ০৫:৩৯ পিএম
সময় নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আইএসপি সোসাইটি এর উদ্যোগে মাইক্রোটিক বেসিক এন্ড ইন্টারনেট এ্যাওয়ারনেস ট্রেনিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিন ব্যাপী ফতুল্লায় এফটি আইএস এর নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় সংগঠনের অধিনস্থ বিভিন্ন ইন্টারনেট ব্যবসায়ী ও কর্মচারীদের মাইক্রোটিক বেসিক ট্রেনিং প্রদান শেষে সনদপত্র প্রদান করা হয়। সংগঠনের উপদেষ্ঠা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মীর সোহেল আলী উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান (আরিফ)। এছাড়াও সংগঠনের নির্বাহী ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিকে সনদপত্র বিতরণ কালে মীর সোহেল আলী এক সংক্ষিপ্ত বক্তব্যে এই সংগঠনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, এই কর্মশালার মাধ্যমে ইন্টারনেট ব্যবসায়ীদের মিলন মেলা ঘটেছে। এটা ইতিবাচক একটি বিষয়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে ও গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদানে আপনাদের ভূমিকা উল্লেখ যোগ্য। আমি আশা করি, আপনারা গ্রহক সেবার মান উন্নয়নে পরবর্তী সময়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানের শুরুতেই উপদেষ্টা মীর সোহেল আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্যগণ।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।