১৩ নভেম্বর ২০১৯ বুধবার, ০৬:১৭ পিএম
সময় নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জ ছোট্ট একটি শহর হলেও এই শহরে প্রায় ৬০ থেকে ৭০টি ব্যাংক রয়েছে। নিতাইগঞ্জ ও টানবাজারেই প্রচুর ব্যাংক। জানতে পারলাম প্রতিদিন নারায়ণগঞ্জে ৩০০ কোটির টাকার উপরে লেনদেন হয়। সরকার বিশাল পরিমাণ রাজস্ব এখান থেকে পাচ্ছে। চট্টগ্রামের পরই নারায়ণগঞ্জের অবস্থান। সেই তুলনায় নারায়ণগঞ্জের ডেভলপমেন্ট নেই।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় নগরীর নিতাইগঞ্জ এলাকায় যমুনা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যমুনা ব্যাংক প্রসঙ্গে মেয়র বলেন, ‘যমুনা ব্যাংক অনেক সেবামূলক কাজ করে থাকে। তার বেশ কয়েকটি উদাহরণও রয়েছে।’
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রাস্তাঘাট, ড্রেনের পাশাপাশি কিন্তু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য কাজ করছে। সেই কাজে আমরা যমুনা ব্যাংকে আমাদের পাশে চাই। আমরা অনেকগুলো স্কুল, মাদ্রাসা চালাচ্ছি। আমরা মসজিদ, মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেন, পাবলিক বাথরুম করে দিচ্ছি। আমরা একটা বৃদ্ধাশ্রম করতে চাচ্ছি। সেটা একটি টোটাল কমপ্লেক্স হবে। সেখানে বৃদ্ধ, অটিজমে আক্রান্ত শিশুরা থাকবে। আমরা চাচ্ছি যমুনা ব্যাংকের সঙ্গে আমাদের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি করা হক।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা প্রমুখ।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।