১৩ মে ২০২০ বুধবার, ০২:২৩ পিএম
সময় নারায়ণগঞ্জ
করোনায় আক্রান্ত হয়ে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক মেজর (অব.) অধ্যাপক ডা. আবুল মুকারিমের (৬৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর একদিন আগে থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
ইবনে সিনার এক কর্মকর্তা জানান, তিনি মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, কয়েকদিন আগে জ্বর-কাশি হয়। এরপর শ্বাস কষ্ট। পরে পরীক্ষায় করোনা পজেটিভ আসে। ইবনে সিনাতেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে নেওয়া হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।