৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার, ০৯:০১ পিএম
সময় নারায়ণগঞ্জ
শহরে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান ঠেকানোর কথা বলে থান কাপড় ব্যবসায়ীদের কাছ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপির সাবেক ক্যাডার বদিউজ্জামান বদুর বিরুদ্ধে। কিন্তু নানা কৌশলেও উচ্ছেদ ঠেকাতে পারেননি বিএনপির সাবেক ওই ক্যাডার। এ নিয়ে থান কাপড় মার্কেট ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
বদিউজ্জামান বদু বর্তমানে থান কাপড় মার্কেট এর সভাপতি।
অভিযোগ উঠেছে, রেলওয়ের জমিতে গড়ে উঠা থান কাপড় মার্কেটের দোকান প্রতি ১০ হাজার টাকা করে নিয়েছেন বদু। ওই মার্কেটে রয়েছে ৪৫০টি দোকান। দোকান প্রতি ১০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
দোকানীদের দাবি, মার্কেটটিতে সর্বমোট দোকান রয়েছে সাড়ে ৪শ। প্রতি দোকান থেকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪৫ লাখ টাকা আদায় করেন বদু। কিন্তু তিনি উচ্ছেদ ঠেকাতে পারেননি। রেলওয়ে কর্মকর্তা বা কাউকে উচ্ছেদ ঠেকানোর জন্য তিনি টাকা দিয়েছেন বলেও মনে করছি না।
এ ব্যাপারে কোনো অভিযোগ করা হবে কিনা জানতে চাইলে কয়েকজন ব্যবসায়ী বলেন, সবই তো শেষ, আর অভিযোগ করে কি হবে ?
এদিকে বদিউজ্জামান বদু এই অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা বলে দাবী করেন।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।